স্বাস্থ্যঃ
দেশে প্রথম করোনাভাইরাসের টিকা আসার কয়েকদিন পরেই আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টা ২৫ মিনিটের দিকে করোনা টিকার দ্বিতীয় চালান এসেছে।
দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ টিকা এসেছে বাংলাদেশে।
রাতে টিকাবাহী স্পাইস জেটের এসজি-৬৩ ফ্লাইটটি ভারতের মুম্বাই থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ভারতের সেরাম ইনস্টিটিউট ৩ কোটি ডোজ কেনা হয়েছে। এরমধ্যে প্রথম ধাপে ৫০ লাখ ডোজ দেশে আসে।
বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মা ও ভারতের সেরাম ইনস্টিটিউটের মধ্যকার চুক্তি অনুযায়ী সরকার সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে তিন কোটি টিকা কিনছে।
বেক্সিমকো এই টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। গত ২৫ জানুয়ারি ৫০ লাখ টিকার প্রথম চালান দেশে আসে। এর আগে ভারতের উপহার হিসেবে দেশে ২০ লাখ টিকা আসে।
চলতি বছরের ২৭ জানুয়ারি গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নার্স রুনু ভেরোনিকা কস্তাকে টিকা দেওয়ার মাধ্যমে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
-ডিকে