করোনা সংবাদঃ
করোনা সংক্রমণে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। প্রতিদিন গড়ে ৭ হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় ১৬ লাখ ৫০ হাজার মানুষ।

ওয়ার্ল্ডওমিটার থেকে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে প্রায় ১৯ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। যুক্তরাষ্ট্রে প্রায় ১৮ হাজার, স্পেনে প্রায় ১৬ হাজার, ফ্রান্সের ১২ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

এছাড়া যুক্তরাজ্যে প্রায় ৯ হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন। ইরানে শনাক্ত হওয়া প্রায় ৭০ হাজার রোগীর মধ্যে ৪ হাজার ২৩২ জন মারা গেছে। মৃত্যুর সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে ইউরোপের আরেক দেশ বেলজিয়ামে। নেদারল্যান্ডসে মৃত্যু হয়েছে আড়াই হাজারের বেশি মানুষের। সুইজারল্যান্ডে সহস্রাধিক মানুষ মারা যায়।

তবে সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে; ৪ লাখ ৭৮ হাজার ১০৯ জন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৫৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে স্পেনে। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ১৫ হাজার ৯৭০ জন। এদিকে ফ্রান্সে ১ লাখ ১৮ হাজার আক্রান্তের মধ্যে ১২ হাজার ২১০ জন প্রাণ হারিয়েছেন।

এছাড়া জার্মানিতে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হলেও তুলনামূলক কম মৃত্যু হয়েছে সেখানে। দেশটিতে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা এখন ২ হাজার ৬০৭ জন।

আর করোনার উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা এখন ৮১ হাজার ৯০০ এর বেশি। আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৩৩৬ জন মারা গেছেন। তবে সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৪৫৫ জন; শতাধিক রোগীর অবস্থা এখনো আশঙ্কাজনক।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily