আন্তর্জাতিকঃ
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে ওমরাহ যাত্রী ও মদিনার মসজিদে নববী ভ্রমণকারীদের প্রবেশ সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব।

গতকাল ২৬ ফেব্রুয়ারি, বুধবার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটি।

বিবৃতিতে বলা হয়, করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় সৌদি আরবে যারা ওমরাহ পালন করতে চাচ্ছেন বা মদিনায় মসজিদে নববীতে যেতে চাচ্ছেন তাদের প্রবেশাধিকার অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আজ ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার এ সংবাদ দিয়েছে সে দেশের ইংরেজি দৈনিক আরব নিউজ ও সৌদি গেজেট।

বিবৃতিতে আরো বলা হয়, যেসব দেশে করোনা ভাইরাস বিপদ হিসেবে দেখা দিয়েছে, ওইসব দেশের পর্যটকদের জন্য ভিসা স্থগিত করা হয়েছে।

এছাড়া জাতীয় আইডি কার্ড ব্যবহার করে সৌদি আরব থেকে জিসিসি দেশগুলোতে যাতায়াতও স্থগিত করা হয়েছে বলেও জানানো হয় এতে।

প্রতি বছর ওমরাহ করতে সৌদি আরব ভ্রমণে যান প্রায় ৭০ লাখ লোক। তাদের বেশির ভাগই জেদ্দা ও মদিনায় অবতরণ করেন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর তিন মাসের মধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯ নামের ভাইরাসটি। এরই মধ্যে বিশ্বজুড়ে ২৮শ’র বেশি মানুষের প্রাণ কেড়েছে এই ভাইরাসটি। এতে আক্রান্তের সংখ্যাও ৮০ হাজারের বেশি।

ইতোমধ্যে চল্লিশটিরও বেশি দেশে ভাইরাসটিতে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর চীনের পর এ ভাইরাসটি সবচেয়ে বেশি ব্যক্তির প্রাণ কেড়েছে সৌদি আরবেরই প্রতিবেশী ইরানে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily