স্পোর্টসঃ
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের অধিকাংশ এলাকায় চলছে লকডাউন। সাধারণ ছুটি ঘোষণা করায় সকল কর্মকাণ্ড থমকে গেছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষ। তাদের সহায়তার বিভিন্ন শ্রেণি-পেশার লোকেরা এগিয়ে আসছেন। সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ক্রিকেটাররাও। এবার আরো বেশি অর্থ সংগ্রহের জন্য নিজেদের মূল্যবান স্মারক নিলামে তুলতে যাচ্ছেন টাইগার ক্রিকেটাররা।
দেশের হয়ে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম তার ঐতিহাসিক ব্যাটটি নিলামে তোলার ঘোষণা ঘোষণা দিয়েছেন।
২০১৩ সালের ১১ মার্চ স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টের চতুর্থ দিনে প্রথম বাংলাদেশি হিসেবে দ্বিশতক করেন মুশফিক। ঠিক ২০০ রান করেই সেদিন আউট হন তিনি। এবার সেই ব্যাটটি বিক্রি করে পাওয়া অর্থ করোনার কারণে ক্ষতিগ্রস্তদের জন্য দান করতে যাচ্ছেন মুশি।
এর পাশাপাশি একই কারণে নিজেদের ব্যাট, প্যাড, গ্লাভস নিলামে তোলার ঘোষণা দিয়েছেন তরুণ ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ নাঈম শেখরাও। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ফাইনাল জেতাতো ঝড়ো ফিফটির সেই ব্যাটটি দান করছেন মোসাদ্দেক। আর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৮১ রানের ইনিংস খেলা ব্যাটটি দিচ্ছেন নাঈম।
দলের অন্যান্য ক্রিকেটাররাও নিজেদের ব্যাট, গ্লাভস, হেলমেট কিংবা অন্যান্য সরঞ্জাম দিতে সম্মতি জানিয়েছেন।
দিন কয়েক আগেই যুক্তরাষ্ট্র থেকে ফেসবুক লাইভে এসে এমন কিছু করার ইচ্ছা পোষণ করেছিলেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। এবার মুশফিক-মোসাদ্দেক-নাঈমদের এ উদ্যোগটি জানা গেলো।
সূত্র জানিয়েছে, ক্রিকেটারদের ব্যবহার্য্য এসব দ্রব্যাদি নিলামের প্রক্রিয়া নিয়ে কাজ চলছে। শিগগিরই এসব কোন অনলাইন প্ল্যাটফর্মে বিক্রির জন্য তোলা হবে।
-কেএম