আন্তর্জাতিকঃ

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। মার্কিন এই রাজ্যটির রাজধানী স্যাক্রামেন্টোয় করোনায় আক্রান্ত এক ব্যক্তির মৃত্যুর পর রাজ্য সরকার এই সিদ্ধান্ত নেয়।

৪ মার্চ, বুধবার এই জরুারি অবস্থা ঘোষণা করা হয়।

ধারণা করা হচ্ছে, ৭১ বছর বয়সী ওই ব্যক্তি একটি প্রমোদতরীতে থাকার সময় তার শরীরে করোনার সংক্রমিত হন। এমন খবর প্রকাশ করে সংবাদমাধ্যম বিবিসি।

এতে করে এ ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১১ জনে দাঁড়ালো। এর মধ্যেই দেশটির ১৬টি অঙ্গরাজ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। আর এখন পর্যন্ত অন্তত ১৫০ জন মানুষ এই ভাইরাসের আক্রান্ত হয়েছেন।

এমতাবস্থায় সারাদেশে করোনাভাইরাসের পরীক্ষার জন্য নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস।

এর আগে করোনার সংক্রমণ ঠেকাতে ওয়াশিংটন ও ফ্লোরিডাতেও জরুরি অবস্থা জারি করা হয়।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এতে করে চীনে এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ মারা গেছে।

এর মধ্যেই এই ভাইরাস ৮০ দেশে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত বিশ্বের ৯৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত, যার মধ্যে চীনেই আক্রান্তের সংখ্যা ৮০ হাজারের বেশি।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily