আন্তর্জাতিকঃ

করোনাভাইরাসে বিপর্যস্ত সারাবিশ্ব। ক্রমেই বাড়ছে মৃত্যু ও আক্রান্ত মানুষের সংখ্যা। এ ভাইরাস থেকে বাঁচতে মরিয়া সবাই।

প্রতিষেধক তৈরিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা। ঠিক এমন সময়ের মধ্যে অদ্ভূদ কাণ্ড ঘটিয়েছেন ভারতের এক মিষ্টি ব্যবসায়ী।

ভারতের যাদবপুরের এক মিষ্টি ব্যবসায়ী করোনা আকৃতির মত দেখতে মিষ্টি ও কেক বানিয়েছেন।

স্থানীয়রা জানান, লকডাউনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ‘করোনা’ মিষ্টি বানাল হিন্দুস্তান সুইটস। ভারতের যাদবপুরের ওই মিষ্টির দোকানের শো-কেসে সাজানো রয়েছে করোনাভাইরাসের মতো দেখতে সেই মিষ্টি। তার পাশেই রয়েছে ‘করোনা’ কেক ও কুকিজ।

বিক্রেতা জানান, এখান থেকে অন্য যেকোনো মিষ্টি কিনলে বিনা মূল্যে করোনা মিষ্টি খেতে দেয়া হয়। এমনকি মিষ্টির পাশাপাশি করোনার বিষয়ে সচেতনতার বার্তাও দেয়া হয়। ফলে ইতোমধ্যেই এই ‘করোনা’ মিষ্টি সবার কাছে জনপ্রিয় হয়েছে।

হিন্দুস্তান সুইটসের কর্ণধার রবীন্দ্র কুমার পাল বলেন, ‘আতঙ্কের এ আবহে সচেতনতার বার্তা পৌঁছে দিতে কারিগরদের দিয়ে এ সন্দেশ ও কেক বানিয়েছি। এমনকি মিষ্টির প্যাকেটেও করোনাভাইরাস সম্পর্কে সচেতনতার বার্তা প্রচার করা হবে।’

রবীন্দ্র কুমার বলেন, ‘লকডাউনের কারণে বন্ধ মিষ্টির দোকান। তবে দিনে ৪ ঘণ্টা দোকান খোলা থাকে। তার মধ্যেই তৈরি করা হয়েছে অভিনব এ মিষ্টি। এ করোনা সন্দেশের স্বাদ মানুষকে খুশি করবে। তাই করোনায় ভীত নয়, সতর্ক হোন। বরং মিষ্টির মতো গিলে ফেলুন করোনাকে।’

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily