সারাদেশঃ

পুত্র সন্তান না হওয়ায় এক মাসের কন্যাশিশুকে আছড়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। মৃত ওই কন্যাশিশুটির নাম মীম।

২১ নভেম্বর, শনিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পাড়াগাঁও বড় মসজিদ এলাকায় এই ঘটনাটি ঘটে।

শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ভুলতা ফাঁড়ির ইনচার্জ আনিচুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মেয়ে সন্তান হওয়ায় অসন্তুষ্ট ছিলেন কন্যাশিশুটির বাবা কামাল। পুত্র সন্তান না হওয়ায় স্ত্রী খাদিজার সঙ্গে প্রায়ই ঝগড়া করতে তিনি। এমতাবস্তায় আজ শনিবার শিশুটি কান্না করতে থাকলে কামাল ক্ষিপ্ত হয়ে শিশুটিকে আছাড় দিয়ে হত্যা করেন।

এ বিষয়ে ফাঁড়ির ইনচার্জ আনিচুর রহমান জানান, মীম নামে এক মাসের কন্যা সন্তানকে বাবা কর্তৃক আছড়ে হত্যার অভিযোগ পেয়ে লাশটি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে বাবা কামাল পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily