কক্সবাজারে হোটেল থেকে তুর্কী নাগরিকের লাশ উদ্ধার

কক্সবাজারে হোটেল থেকে তুর্কী নাগরিকের লাশ উদ্ধার
কক্সবাজারে হোটেল থেকে তুর্কী নাগরিকের লাশ উদ্ধার

সারাদেশঃ
কক্সবাজারের কলাতলী এলাকার স্যুইট সাদাফ নামের একটি হোটেলের ৭০২ নম্বর কক্ষ থেকে মিসিউত ডুলান দে (৫০) নামের এক তুর্কি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৩ মে, সন্ধ্যার পর ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

এস-২০৭৪০৯০৯ নম্বর পাসপোর্টধারী মিসিউত বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের ফিল্ড হাসপাতালে আইটি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

এ সংবাদের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির জানান, হোটেলের রুম থেকে তাকে বের হতে না দেখে থানায় ফোন করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাত ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে তিনি স্ট্রোক করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। পরবর্তী ব্যবস্থা শেষে মরদেহ যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

তার শরীরে নভেল করোনাভাইরাসের উপস্থিতি ছিল কিনা তা জানতে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সোমবার কক্সবাজারের করোনা পরীক্ষাগারে ওই নমুনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে।

এ বিষয়ে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুদ্দোজা নয়ন বলেন, ‘বিষয়টি আমরা জানতে পেরেছি। ওই বিদেশি ৯ নম্বর ক্যাম্পের তুরস্ক পরিচালিত ফিল্ড হাসপাতালে কর্মরত ছিলেন।’

-কেএম

FacebookTwitter