আন্তর্জাতিকঃ
বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চকে বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ও কানাডার রাজধানী অটোয়া। 

মঙ্গলবার (২৬ মার্চ) এক বিবৃতিতে ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোজার এ ঘোষণা দেন। একই দিন কানাডার রাজধানী অটোয়াতেও শহরের মেয়র জিম ওয়াটসন সিটি হলে বাংলাদেশের পতাকা উত্তোলন করে দিনটিকে ‌‌বাংলাদেশ দিবস ঘোষণা করেন।

মার্কিন বিবৃতিতে ওয়াশিংটন ডিসির মেয়র বলেন, বিশেষ এই দিনটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযোদ্ধাদের স্মরণ করছে বাংলাদেশের মানুষ। এতে আরো বলা হয়, ওয়াশিংটন ডিসির সাংস্কৃতিক বৈচিত্র্যে এবং বেশ কিছু কার্যক্রমে অংশ নিয়েছে বাংলাদেশ দূতাবাস।

এই বিশেষ দিনটিকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা করে আমি বাংলাদেশি রাষ্ট্রদূত ও জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily