নিজস্ব প্রতিবেদকঃ
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদর রহমান কুষ্টিয়ার আদালত প্রাঙ্গনে ছাত্রলীগের দ্বারা রক্তাক্ত হওয়ার পর ওই ঘটনার জন্য পুলিশকে দায়ী করেছেন।
ফেসবুক লাইভে এসে তিনি বলেন, এখানকার যারা ওসি, এসপি তাদের ইন্ধনেই এই কাজটি হচ্ছে। তারা দেখেও না দেখার ভান করেছেন।
তিনি আরো বলেন, ম্যাজিস্ট্রেট সাহেব ওসিকে ডাকার পর সামান্য সৌজন্যতা দেখিয়েও তিনি আসেননি বরং আসতে পারবেনা বলে জানিয়ে দিলেন।
দেশে একধরণের জঙ্গল-এর আইন চলছে। যার প্রমাণ কুষ্টিয়ার এ ঘটনা। এরকম দৃশ্য কুষ্টিয়াতে আজ পর্যন্ত কেউ দেখেননি। এটি আইনজীবীদের নতুন অভিঙ্গতা ছিলো বলেও তিনি জানান।
উল্লেখ্য, রোববার আদালত জামিন দেওয়ার পর ছাত্রলীগ নেতাকর্মীদের মারধরে রক্তাক্ত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। একটি মানহানি মামলায় জামিন নিতে আজ কুষ্টিয়া আদালতে যান মাহমুদুর রহমান। হাজির হওয়ার পর আদালত জামিনও মঞ্জুর করেন।
কিন্তু তার জামিন মঞ্জুর করায় অসন্তোষ প্রকাশ করে ছাত্রলীগ নেতারা আদালত চত্বরে মাহমুদুর রহমানের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেন এবং এজলাসের ভেতর তাকে অবরুদ্ধ করে রাখেন। এসময় মাহমুদুর রহমানকে পিটিয়ে রক্তাক্তও করা হয়।
–ডিকে