অনলাইনঃ
করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ওমান থেকে দেশে ফিরেছেন ২৮৮ প্রবাসী বাংলাদেশি শ্রমিক।

২৪ এপ্রিল, শুক্রবার সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা।

সংশ্লিষ্টরা জানান, যাদের সঙ্গে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট আছে তাদের বাসায় পাঠানো হয়েছে। আর যাদের নেই তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

মধ্যপ্রাচ্য থেকে আসা বাংলাদেশি শ্রমিকদের এটি দ্বিতীয় ফ্লাইট। এর আগে সৌদি আরব থেকে ১৫ এপ্রিল ৩৬৬ বাংলাদেশি ফিরে আসেন।

এর আগে বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ওআইসির কার্যনির্বাহী কমিটির সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রবাসীদের চাকরিতে রাখার অনুরোধ জানিয়েছেন।

-এনআর

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily