অনলাইনঃ
ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর ক্যাম্পাস-ভিত্তিক উদ্যোক্তা ও উদ্ভাবনী পণ্যের ফ্ল্যাগশিপ প্রতিযোগিতা ‘ওভার দ্য ওয়াল সিজন ২’-এর বিজয়ী হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর দল ‘টিম পেব্যাক’।
সম্প্রতি অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে ইভেন্টে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
প্রথম রানার-আপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের দল ‘ফাস্ট’ এবং দ্বিতীয় রানার-আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ও ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর যৌথ দল ‘মাইন্ড ক্রুসাডার্স’।
‘ওভার দ্য ওয়াল’-এর মাধ্যমে শিক্ষার্থীরা উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা এবং অনন্য ব্যবসায়িক পরিকল্পনা গঠনের সুযোগ পাচ্ছে।
‘ওভার দ্য ওয়াল’ বাংলাদেশের সর্ববৃহৎ ক্যাম্পাস-ভিত্তিক প্রতিযোগিতায় পরিণত হয়েছে।
‘ওভার দ্য ওয়াল সিজন ২’-এর রেজিস্ট্রেশন পর্বটি চলতি বছরের আগস্টে শুরু হয়।
দেশব্যাপি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪,২০০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন এর মধ্য থেকে ১,৫৫০ টি অংশগ্রহণকারী দল প্রতিযোগিতায় অংশ নেয়।
একটি অনলাইন গেমিফাইড প্রতিযোগিতার মাধ্যমে প্রাথমিক রাউন্ডে অংশগ্রহণকারীদের বাছাই করা হয়।
অতঃপর, বাছাইকৃতরা দ্বিতীয় রাউন্ডে স্থানীয় পার্সোনাল কেয়ার ইন্ডাস্ট্রির উদ্ভাবনী পণ্যসমূহ নিয়ে আইডিয়া জমা দেয়।
সেমিফাইনাল রাউন্ডে শীর্ষ ২০ দল তাদের উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করে।
গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণকারী সেরা ছয় দল বিজ্ঞ বিচারক প্যানেলের সামনে তাদের আইডিয়া উপস্থাপন করে।
প্যানেলিস্ট হিসেবে ছিলেন দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট লিডারস-গ্রামীণফোন লিমিটেড-এর সিইও ইয়াসির আজমান; অ্যাডকম-এর ফাউন্ডার ও চেয়ারপার্সন গীতিআরা সাফিয়া চৌধুরী; নেসলে বাংলাদেশ পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর দীপল আবেউইক্রেমা; এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর রজত দিবাকার।
ম্যারিকো বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর রজত দিবাকর বলেন, “ম্যারিকো বাংলাদেশের সকল কাজের কেন্দ্রবিন্দুতে উদ্ভাবন রয়েছে।
দেশের তরুণ শিক্ষার্থীদের প্রতিভা ও দক্ষতা ‘ওভার দ্য ওয়াল সিজন ২’-এর মাধ্যমে স্পষ্টভাবে ফুটে উঠেছে। বিজয়ী দলকে অভিনন্দন, তারাই বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিতে ভূমিকা রাখবে।”
বিজয়ী তিন দল বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হিসেবে মুম্বাইতে অনুষ্ঠিতব্য ম্যারিকো ওভার দ্য ওয়াল-এর ফিনালে-তে অংশগ্রহণ করবে।
এছাড়া, তারা বিদেশে ইন্টার্নশিপের সুযোগ পাবে।
-শিশির