অনলাইনঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন।
৩১ জানুয়ারি, শুক্রবার সকালে শ্বাসকষ্টজনিত কারণে তাকে বিএসএমএমউ’তে ভর্তি করা হয়।
জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সভার মূলতবি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই মুলতবি সভায় অংশ নিতে ওবায়দুল কাদের সকাল ১০টার দিকে দলটির সভাপতির ধানমন্ডি কার্যালয়ে পৌঁছান। এরপর কার্যালয়ে প্রবেশের কিছুক্ষণ পরেই অসুস্থ বোধ করলে তিনি সঙ্গে সঙ্গেই চিকিৎসার জন্য বিএসএমএমইউ’এ যান।
এ বিষয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ জানান, ওবায়দুল কাদের হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বিএসএমএমইউয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ কারণে এখনকার মতো আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সভা মূলতবি করা হয়েছে। বৈঠকের খবর পরবর্তীতে জানানো হবে।
এর আগে গত বছর ৩ মার্চ হার্ট অ্যাটাক করলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ৪ মে মুমূর্ষু অবস্থায় ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। এরপর ২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়।
-ডিকে