অনলাইনঃ
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পৌঁছেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স।

অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেটার বিমানবন্দরে অবতরণ করে বলে জানান কাদেরের ব্যক্তিগত সচিব গৌতম চন্দ্র। তিনি আরও জানান, বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় ৮টা ৫০ মিনিটে মন্ত্রীকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাৎক্ষণিকভাবে তাঁর চিকিৎসা শুরু হয়।

বিকাল ৪টা ১২ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে।

দুপুরে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া।

সেতুমন্ত্রীকে সিঙ্গাপুরে নিতে গতকাল রবিবার রাত থেকেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষমান ছিল এয়ার অ্যাম্বুলেন্সটি। অসুস্থ ওবায়দুল কাদেরের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, ডা. আবু নাসের রিজভী এবং সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবথ হাসপাতালের মেডিক্যাল টিম।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily