অনলাইনঃ
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা ‘গুরুত্বপূর্ণ’ বৈঠকে বসেছেন। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়েছে।

রোববার (৬ জানুয়ারি) দুপুর পৌনে ১২টায় রাজধানীর মতিঝিলের মেট্রোপলিটন চেম্বার ভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর উপস্থিত রয়েছেন।

গেলো ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে অনিয়ম কারচুপির অভিযোগ তুলে তা প্রত্যাখান করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। বিএনপি নেতৃত্বাধীন এই জোটটি ৭টি আসনে বিজয়ী হয়েছে। এরমধ্যে বিএনপি ৫টি এবং গণফোরাম ২টি আসন পায়।
-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily