এ বছরই মুক্তি পাচ্ছে ‘রোহিঙ্গা’

এ বছরই মুক্তি পাচ্ছে ‘রোহিঙ্গা’
এ বছরই মুক্তি পাচ্ছে ‘রোহিঙ্গা’

বিনোদনঃ
ভারতের বলিউডের সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের মিথিলা। ছবিটির নাম ‌‘রোহিঙ্গা’। সবকিছু ঠিক থাকলে ছবিটি চলতি বছরেই মুক্তি পাবে।

তবে মুক্তি পাওয়ার আগে ছবিটি ভেগাস মুভি অ্যাওয়ার্ডস উৎসবে অংশ নিচ্ছে বলে জানা গেছে।

‘রোহিঙ্গা’ ছবিতে মিথিলা ছাড়া বেশিরভাগ শিল্পী ও কুশলীরা বলিউডের। ছবিটি পরিচালনা করেছে বলিউডের নির্মাতা ও ফটোগ্রাফার হায়দার খান। এর নির্মাতা বলিউডের ‘কমান্ডো’ ও ‘দঙ্গল’ ছবির সহকারী পরিচালক।

এই ছবিতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। ভুটানের চিত্রনায়ক তিনি। সালমান খানের নতুন ছবি ‘রাধে’তে প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এ বিষয়ে মিথিলা জানান, ছবিটি ২০২১ সালেই মুক্তি পাবে। তবে তার আগে ছবিটি এবারের ভেগাস মুভি অ্যাওয়ার্ডস উৎসবে অংশ নিচ্ছে। উৎসবটির জন্য অফিশিয়ালি ছবিটি নির্বাচিত হয়েছে। ৬ জানুয়ারি এটা ঘোষণা করা হয়। চলতি বছরই এটি মুক্তি দেয়ার ইচ্ছা রয়েছে নির্মাতার।

ছবির বিষয়ে মিথিলা বলেন, ‘রোহিঙ্গা’ বলিউডের ভিন্নধারার ছবি। আমি রোহিঙ্গা মেয়ে হুসনেআরার চরিত্রে অভিনয় করেছি। বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা উপজীব্য নয়। তাদের দুরবস্থার কথাই উঠে এসেছে। রোহিঙ্গা ও হিন্দি- দুই ভাষাতে ছবির কাজ করেছি। এজন্য ভারতে গিয়ে ক্লাস করিয়ে আমাকে রোহিঙ্গা ভাষা শেখানো হয়। হিন্দিতে আমি আগে থেকে কথা বলতে পারি। স্ক্রিপ্ট নিয়ে গবেষণাও হয়েছে।

তানজিয়া জামান মিথিলার গ্রামের বাড়ি বাংলাদেশের মাগুরা জেলায়। এশিয়া মডেল ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করে সবার নজরে আসেন তিনি। এশিয়া অঞ্চলে র‍্যাম্প ও মডেল হিসেবেই তার ভালো পরিচিতি রয়েছে। তবে এবার তাকে দেখা যাবে ‘রোহিঙ্গা’ ছবিতে।

-ডকে

FacebookTwitter