সারাদেশঃ
চট্টগ্রামের বাঁশখালিতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এ ঘটনায় ৪ শ্রমিক নিহত ও শতাধিক আহত হয়েছেন বলেও জানা গেছে।

শনিবার (১৭ এপ্রিল) সকাল ৮ টা নাগাদ শ্রমিকদের বেতন-ভাতাসহ বিভিন্ন দাবি আদায়ের জন্য আন্দোলন করলে ‘এস আলম’ কতৃপক্ষ তা আদায়ে অস্বীকৃতি জানালে আন্দোলন আরও তীব্র আকার ধারন করে।

পরে পুলিশ আন্দোলন থামানোর চেষ্টা করলে এক পযার্য়ে শ্রমিক-পুলিশ সংঘর্ষ বাধে। এতে পুলিশের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই ৪ জন নিহত ও শতাধিক আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসে। গুলিতে নিহতরা হলেন, আহমেদ রেজা (১৮), রনি (২২), শুভ (২৪) ও মো. রাহাত (২২)। নিহত রাহাত (২২) সে কিশোরগন্জ জেলার ফালু মিয়ার পুত্র।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ূন কবির গণমাধ্যমকে জানান, চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily