অনলাইনঃ
এবার একই মঞ্চে সংগীত পরিবেশন করতে যাচ্ছে বাংলাদেশের ব্যান্ড সংগীতের অন্যতম দুই নাম নগরবাউল এবং সোলস। আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে তাদের কনসার্ট।

জানা যায়, ঢাকার অদূরে ফ্যান্টাসি কিংডম বিনোদন কেন্দ্রে ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে এসএসসি-৯৭ ব্যাচের রজতজয়ন্তী অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজিত জাঁকজমকপূর্ণ সেই অনুষ্ঠানেই মঞ্চ মাতাবে জেমসের ‘নগরবাউল’ এবং পার্থ বড়ুয়ার ‘সোলস’।

সঙ্গে থাকবে অন্য সংগীতশিল্পীদের পরিবেশনা।
রজতজয়ন্তী উৎসবের আহ্বায়ক আবুল হাসনাত রুবেল বলেন, ‘‘সমবয়সী বন্ধুদের নিয়ে ফেসবুকভিত্তিক ‘এসএসসি-৯৭, এইচএসসি-৯৯’ সংগঠনটির বয়স পাঁচ বছর অতিক্রম করেছে।

বিভিন্ন ধরনের ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান উদযাপন ও আয়োজনের ধারাবাহিকতায় এবার সারা দেশের ব্যাচের বন্ধুদের নিয়ে এই আয়োজন। ’’

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily