এলজি প্রথমবার আয়োজন করছে “লাইফ’স গুড” প্রোগ্রাম

এলজি প্রথমবার আয়োজন করছে “লাইফ’স গুড” প্রোগ্রাম
এলজি প্রথমবার আয়োজন করছে “লাইফ’স গুড” প্রোগ্রাম

ব্র্যান্ডঃ
বিশ্বের শীর্ষস্থানীয় উৎপাদক এবং কনজ্যুমার ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি ইলেক্ট্রনিক্স প্রথমবারের মতো বিশব্যাপি আয়োজন করছে তাদের “লাইফ’স গুড” প্রোগ্রাম।

বাংলাদেশের উদীয়মান ইনোভেটরদের এতে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ করা হয়েছে।

দৈনন্দিন জীবনকে আরও উন্নত করে তুলতে উদ্ভাবনী ও চাহিদাসম্পন্ন সল্যুশন প্রদান করাই এই প্রোগ্রামের প্রধান লক্ষ্য। সেরা সল্যুশন/ ইনোভেশন পাবে ১ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার।

আগামী ১০ অক্টোবর, ২০২২ তারিখ পর্যন্ত লাইফ’স গুড প্রোগ্রামে রেজিস্ট্রেশন করা যাবে।

বিশ্বব্যাপি যেকোন ব্যক্তি বা দল এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। প্রথম ক্যাটাগরি ‘ইনোভেশন ফর দ্য প্ল্যানেট’-এ সেইফটি, অ্যাক্সেসিবিলিটি এবং ইউজাবিলিটি কেন্দ্রিক প্রজেক্ট জমা দেওয়া যাবে। দ্বিতীয় ক্যাটাগরি ‘ইনোভেশন ফর পিপল’-এ পরিবেশের সুরক্ষায় সমাধানমূলক প্রজেক্ট জমা দেওয়া যাবে। বিশ্বব্যাপি স্বীকৃত ও সমাদৃত শিল্প শিক্ষাবিদদের একটি প্যানেল জমাকৃত প্রজেক্টগুলো মূল্যায়ন করবে।

-শিশির

FacebookTwitter