অনলাইন ডেস্কঃ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধণ শ্রীংলা।

মঙ্গলবার বিকালে বারিধারার প্রেসিডেন্ট পার্কে এই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় এবং ভারতীয় হাই কমিশনের ফাষ্ট সেক্রেটারী রাজেশ উখী। বৈঠকের পর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সভায় দুদেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদী নিয়ে আলোচনা হয়।

এছাড়া রাজনৈতিক ও আর্থ-সামাজিক পরিস্থিতি এবং জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে ভারতীয় হাই কমিশনার আশা প্রকাশ করেন আগামীতে সকল দলের অংশ গ্রহণে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সহমত প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান এদশের প্রতিটি মানুষ কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করে।

বন্ধু প্রতীম দুটি দেশের সম্পর্ক্য ভবিষ্যতে আরো জোরদার হবে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily