ডেস্ক রিপোর্টঃ

ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) হাবিবুর রহমান মোল্লা গুরুতর অসুস্থ। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

সংসদ সদস্যের ছেলে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তার বাবা মারা গেছেন বলে যে খবর প্রকাশ হয়েছে তা সত্য নয়।

শ্যামল বলেন, বাবা লাইফ সাপোর্টে আছেন স্কয়ার হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক। উনি ডায়ালাইসিসের রোগী ছিলেন। মাঝখানে হার্ট অ্যাটাক করার পর দুইটা রিং বসানো হয়েছে। গত এক মাস ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন।’

আজ মঙ্গলবার অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানান শ্যামল।

উল্লেখ্য, হাবিবুর রহমান মোল্লা ১৯৯১ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। ১৯৯৬ সালে সাধারণ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০০১ সালে জাতীয়তাবাদী দলের প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের কাছে পরাজিত হন।

২০০৮,২০১৪ ও ২০১৮ সালে ঢাকা ৫ আসন থেকে আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন পেয়ে টানা তিনবার নির্বাচনে জয়ী হন।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily