শিল্প ও সাহিত্যঃ

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর একুশে পদক পাচ্ছেন দেশের ২০ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান।

৫ ফেব্রুয়ারি, বুধবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।

রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ এ পদক পাচ্ছেন যারা –

*ভাষা আন্দোলনে (মরণোত্তর) আমিনুল ইসলাম বাদশা।

*সমাজসেবায় পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সূফী মোহাম্মদ মিজানুর রহমান।

*শিল্পকলায় (সংগীত) বেগম ডালিয়া নওশিন, শঙ্কর রায় ও মিতা হক।

*শিল্পকলায় (নৃত্য) মো. গোলাম মোস্তফা খান।

*শিল্পকলায় (অভিনয়) এম এম মহসীন।

*শিল্পকলায় (চারুকলা) অধ্যাপক শিল্পী ড. ফরিদা জামান।

*মুক্তিযুদ্ধে (মরণোত্তর) হাজি আক্তার সরদার, আবদুল জব্বার ও ডা. আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার)।

*সাংবাদিকতায় জাফর ওয়াজেদ (আলী ওয়াজেদ জাফর)।

*গবেষণায় ড. জাহাঙ্গীর আলম, হাফেজ কারী আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ।

*শিক্ষায় অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া।

*অর্থনীতিতে অধ্যাপক ড. শামসুল আলম।

*ভাষা ও সাহিত্যে ড. নুরুন নবী, মরহুম সিকদার আমিনুল হক (মরণোত্তর) ও বেগম নাজমুন নেসা পিয়ারি।

*চিকিৎসায় অধ্যাপক ডা. সায়েবা আখতার।

প্রতিষ্ঠান হিসেবে একুশে পদ পেতে যাচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।

আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে একুশে পদক তুলে দেবেন।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily