স্পোর্টসঃ
দরজায় কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বকাপ। আর মাত্র কয়েক দিন বাকি। তাই গোটা ক্রিকেট দুনিয়া জুড়ে চলছে বিশ্বকাপ উন্মাদনা।

আগামী ৩০মে পর্দা উঠতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের।

বিশ্বকাপ ক্রিকেটের ১২তম এই আসরকে ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। ক্রিকেটের প্রতি নিজেদের ভালবাসার প্রমাণ দিতে পিছপা হচ্ছে না বিভিন্ন কর্পোরেট হাউজগুলোও।

টাইগারদের শুভকামনা জানিয়ে গাজী গ্রুপ এর পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে বিশ্বকাপ থিম সং ‘গর্জে ওঠো টাইগার’। গানটিতে কন্ঠ দিয়েছেন প্রতিভাবান সঙ্গীত শিল্পী মুত্তাক হাসিব, গানটির কথা লিখেছেন হাসিব হাসান চৌধুরী এবং সুর ও সঙ্গীত আয়োজন করেছেন মিউজিক কম্পোজার আরাফাত মহসিন নিধি। বিশ্বকাপ ‘থিম সং’ টি নির্মাণ করেছে ‘ডটক্রিয়েট লিমিটেড’।

গানটি গাজী গ্রুপের অফিশিয়াল ফেসবুক পেইজে প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে গানটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সাড়া ফেলেছে। গানটি প্রকাশের মাত্র তিন দিনের মধ্যেই ১ মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে। এছাড়া গানটি চলছে জিটিভির পর্দাতেও।

ভিডিওটির লিঙ্কটি নিচে দেওয়া হল –https://www.youtube.com/watch?v=mUepaJ3UcZw&feature=youtu.be

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily