ঢাকা: ইন্টারনেট ভিত্তিক কেনাকাটার সাইট আজকের ডিল ডটকমের পন্য দেশের প্রান্তিক পর্যায়ে পৌছাতে কাজ করবে দেশের প্রযুক্তিখাতের পণ্য বিলিকরন প্রতিষ্ঠান ‘পেপারফ্লাই’।

সম্প্রতি সেবা উন্নয়নে দ্বিপাক্ষিক একটি চুক্তি হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পেপার ফ্লাইয়ের পক্ষ থেকে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে, চুক্তিতে স্বাক্ষর করেন আজকের ডিলের নির্বাহী প্রধান ফাহিম মাশরুর এবং পেপারফ্লাইয়ের প্রধান বিপণন কর্মকর্তা রাহাত আহমেদ।

এসময় অন্যান্যের মধ্যে, আজকের ডিলের প্রধান কারিগরী কর্মকর্তা রনি মন্ডল, ব্যবসায় উন্নয়ন বিভাগের প্রধান সৈয়দ সৌরভ কবির, হিসাব রক্ষন বিভাগের প্রধান রফিকুল ইসলাম এবং পেপারফ্লাইয়ের প্রধান পরিচলন কর্মকর্তা রাজিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

পেপারফ্লাই কর্মকর্তারা বলছেন সম্প্রতি তারা দেশের ৪৪৫৪ টি ইউনিয়নে পন্য বিলিকরণের সক্ষমতা অর্জন করেছেন যা প্রতিনিয়ত সেবা মান উন্নয়নে ভূমিকা রাখছে। পণ্য বিলি ছাড়াও ওয়ারহাউস এবং ফুলফিলমেন্ট সেবা দিয়ে থাকে পেপারফ্লাই।

উল্লেখ্য, দেশের ই-কমার্স খাতের অন্যতম প্রতিষ্ঠান আজকের ডিল ২০১১ সালে যাত্রা শুরু করার পর গত একদশক সময়কালে প্রযুক্তিভিত্তিক বানিজ্যের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের পন্যকে দেশব্যাপী বাজার তৈরীতে কাজ করে যাচ্ছে। এবং স্মার্ট লজিস্টিক পার্টনার হিসেবে পেপারফ্লাই পন্যকে মানুষের দোরগোরায় নিয়ে যাচ্ছে।
-এসএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily