অনলাইনঃ
অগ্নিদগ্ধ এফ আর টাওয়ার নির্মাণে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজউকসহ সরকারের সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠানের কাছে তথ্য ও নথি চেয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশনের অনুসন্ধান টিম বৃহস্পতিবার ওই চিঠিতে জানানো হয়, কিছুদিনের মধ্যেই ভবন মালিক, নির্মাণ প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজউকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ শুরু করবে দুদক।
চিঠিতে বলা হয়, ভবনটির ১৮ তলা পর্যন্ত রাজউক অনুমোদিত। তবে ভবনের মালিক প্রকৌশলী এসএমএইচআই ফারুক হোসেন রাজউকের দায়িত্বশীল কর্মকর্তাদের ঘুষ দিয়ে ভবনের ওপর পাঁচতলা পর্যন্ত বাড়িয়ে ২৩ তলা নির্মাণ করেছেন। ভবনটির নকশায়ও ত্রুটি রয়েছে। ফারুকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে।
দুদক সূত্র জানায়, একটি বহুতল ভবন নির্মাণে রাজউকসহ সরকারের সংশ্লিষ্ট ৮-৯টি প্রতিষ্ঠানের অনুমোদন প্রয়োজন। এফ আর টাওয়ার নির্মাণের ক্ষেত্রে ওইসব প্রতিষ্ঠানের অনুমোদন ছিল কি-না তা খতিয়ে দেখা হবে। চিঠিতে টাওয়ারটি নির্মাণে ৯টি প্রতিষ্ঠানের ছাড়পত্র সংক্রান্ত নথির ফটোকপি এবং বহুতল ভবনের ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর নীতিমালা/বিধিমালা চাওয়া হয়েছে।
-ডিকে