আন্তর্জাতিকঃ
পকিস্তানের সেনাবাহিনী হুঁশিয়ার করে দিয়ে বলেছে, ‘এখন ভারতের পালা আমাদের জবাবের অপেক্ষা করা।
আজ ২৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে স্থানীয় সময় সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচলাক মেজর জেনারেল আসিফ গফুর।
আজ ভোরে নিয়ন্ত্রণরেখা লঙ্ঘনের পর ভারতের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়। এ সময় আসিফ গফুর ভারতের উদ্দেশে বলেন, আজ আমাদের প্রধানমন্ত্রী সবাইকে প্রস্তুত থাকতে বলেছেন। আমরা সবাই প্রস্তুত। এবার ভারতের জবাব পাওয়ার পালা।
‘আমি তাদের (ভারত) বলেছিলাম, তোমরা কখনই আমাদের চমক দিতে পারবে না। আমরা চমকিত হইনি। আমরা প্রস্তুত ছিলাম, জবাব দিয়েছি, বলেন গফুর।
দেশটির শীর্ষস্থানীয় এই সেনা কর্মকর্তা সংবাদ সম্মেলনে ভারতের উদ্দেশে আরও বলেন, ‘আমরা তোমাদের চমক দেব। সেই চমকের অপেক্ষায় থাকো। আমাদের জবাব হবে ভিন্নরকম। জবাব আসবে ভিন্নভাবে। আমরা গণতান্ত্রিক দেশ। তোমরা প্রমাণ করেছো, তোমরা গণতান্ত্রিক নও। তোমরা এই অঞ্চলেল শান্তি ও স্থিতিশীলতার পরিণতির কথা না ভেবে যুদ্ধের পথ বেছে নিয়েছো।
‘আগামিকাল পার্লামেন্টের যৌথ সেশন রয়েছে। এর পর প্রধানমন্ত্রী ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ, দেশটির পরমাণুবিষয়ক পর্ষদ) বৈঠক ডেকেছেন। আমি আশা করি, আপনারা জানেন এনসিএর অর্থ কী এবং এটার কাজ কী।
সংবাদ সম্মেলনে মেজর জেনারেল আসিফ গফুর ভারতের বিভিন্ন দাবিকে মিথ্যা বলে দাবি করেন। এবং বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।
-আরবি