অনলাইনঃ

ব্রিটেনের সাবেক রাজা অষ্টম এডওয়ার্ডের ছবি সম্বলিত পুরনো একটি কয়েন বিক্রি হয়েছে বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ৪০ লাখ টাকায়। তবে কয়েনটি যিনি কিনেছেন তার পরিচয় প্রকাশ করা হয়নি। যুক্তরাজ্যের জন্য সব ধরনের কয়েন তৈরি করে দ্য রয়েল মিন্ট। তারা বলেছে, একজন ব্যক্তিগত সংগ্রাহকের কাছে এই কয়েনটি বিক্রি করা হয়েছে।

১৯৩৬ সালের জানুয়ারি মাসে যখন রাজা অষ্টম এডওয়ার্ড সিংহাসনে আরোহণ করেন, তখন পরীক্ষামূলকভাবে তার ছবি দিয়ে ছয়টি কয়েন তৈরি করা হয়। তবে কয়েনগুলো কখনোই বাজারে আসেনি কারণ ওই বছরই রাজা ওয়ালিস সিম্পসন নামে একজন বিধবা নারীকে বিয়ে করার জন্য ব্রিটিশ সিংহাসন ত্যাগ করেন। 

ব্রিটেনের প্রচলিত রীতি অনুযায়ী, রাজা এবং চার্চের প্রধান হিসেবে শাসনকর্তারা কখনোই বিধবা কোনো নারীকে বিয়ে করতে পারতেন না।

দ্য রয়েল মিন্ট বলেছে, পরীক্ষার জন্য রাজা এডওয়ার্ডের নামে তখন মাত্র ছয়টি কয়েন বানানো হয়েছিলো। এরমধ্যে দুইটি কয়েন বর্তমানে ব্যক্তিগত মালিকানাধীন অবস্থায় আছে আর বাকি চারটি রয়েছে জাদুঘরে। 

সর্বশেষ বিক্রির আগে এই কয়েনটির মালিক ছিলেন যুক্তরাষ্ট্রের একজন ব্যক্তিগত সংগ্রাহক। ২০১৪ সালে এক নিলাম থেকে ৫ কোটি ৪০ লাখ টাকায় তিনি কয়েনটি কিনেছিলেন।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily