ডেস্ক রিপোর্টঃ

রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে গতকাল থেকে শুরু হওয়া বৃষ্টিপাত আজও অব্যাহত রয়েছে। রাত থেকে আজ ২৩ অক্টোবর, শুক্রবার সকাল পর্যন্ত চলছে টানা বর্ষণ।

আবহাওয়া অফিস সূত্র বলছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে এই বৃষ্টিপাত আরো ক’দিন অব্যাহত থাকতে পারে।

ইতোমধ্যে সমুদ্র বন্দরগুলোকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেইসাথে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং আশপাশের চর ও দ্বীপের নিম্নাঞ্চলে জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে সতর্কতা জারি করেছে তারা।

বৈরি আবহাওয়ার কারণে বরিশাল অঞ্চলে অভ্যন্তরীণ রুটে বন্ধ হয়ে পড়েছে সকল ধরণের লঞ্চ চলাচল। রাজধানীতে টানা দু’দিনের প্রবল বর্ষণে ভোগান্তিতে পড়েছেন জীবিকার প্রয়োজনে বের হওয়া নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে রিকশাচালকদের দুর্ভোগ ভয়াবহ।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily