এই চেয়ারে আমাকে আর দেখা যাবে নাঃ শশাঙ্ক মনোহর

স্পোর্টসঃ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের মেয়াদ ২০২০ সালের মে মাসে শেষ হতে চলেছে। এর আগে মেয়াদ উত্তীর্ণ হবার পরেও নিজ পদে বহাল ছিলেন তিনি।

তবে বিসিসিআই’র প্রাক্তন রাষ্ট্রপতি এবারে আর এই দায়িত্ব পুনরায় নিতে আগ্রহী নন। যদিও তিনি জানিয়েছেন যে বেশিরভাগ পরিচালক তাকে তার বহাল থাকার পক্ষে মত দিয়েছেন।

তিনি দ্য হিন্দুকে বলেছেন, ‘আমি আর দু’বছরের মেয়াদ অব্যাহত রাখতে আগ্রহী নই। বেশিরভাগ পরিচালক আমাকে কাজ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন তবে আমি তাদের বলেছি যে আমি এটি করতে চাই না।

আমি প্রায় পাঁচ বছর চেয়ারম্যান হয়েছি। আমি খুব স্পষ্টভাবে জানাচ্ছি আমাকে ২০২০ সালের জুন থেকে আর এই চেয়ারে দেখা যাবে না, আমার উত্তরসূরি আগামী মে মাসেই জানা যাবে।’

মনোহর ২০১৬ সালের মে মাসে আইসিসির প্রথম স্বতন্ত্র চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলেন।

পরবর্তীতে ২০১৮ সালে তিনি আবার দ্বিতীয়বারের ন্যায় দুই বছরের মেয়াদে পুনরায় নির্বাচিত হয়েছিলেন।

-ডিকে

FacebookTwitter