অর্থনীতিঃ
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশসহ (Manmohan Parkash) অর্থ ও ঝুঁকি ব্যবস্থাপনা ভাইস প্রেসিডেন্ট ইঙ্গ্রিড ভ্যান ওয়েস (Ms. Ingrid Van Wees) অর্থমন্ত্রী এএইচএম মুস্তফা কামাল, এফসিএ,এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

আজ ৩ মার্চ, ২০২০ শের-ই-বাংলা নগরে মাননীয় অর্থমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মাননীয় অর্থমন্ত্রী তার কার্যালয়ে এডিবি প্রতিনিধিদের স্বাগত জানান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক অগ্রগতি সাধিত হয়েছে সে সম্পর্কে তাদের অবহিত করেন।

তিনি বলেন, বাংলাদেশকে এখন অন্যান্য দেশের কাছে উন্নয়নের রোল মডেল হিসাবে বিবেচনা করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অর্থনৈতিক আদর্শ থেকে গৃহীত পদক্ষেপের মাধ্যমে কীভাবে বাংলাদেশের অর্থনীতি নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নীতির মাধ্যমে উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতা অর্জন করেছে তা সবিস্তারে ব্যাখ্যা করেছেন।

তিনি উল্লেখ করেন যে বাংলাদেশ এই বছর জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপন করতে যাচ্ছে।

মাননীয় অর্থমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নমূলক মাইলফলক অর্জনে ধারাবাহিক সহায়তার জন্য এডিবিকেও ধন্যবাদ জানান। এডিবি বাংলাদেশকে প্রায় ২৫.১৪৩ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে। মূলত বিদ্যুৎ, জ্বালানি, স্থানীয় সরকার, পরিবহন, শিক্ষা, কৃষি, জল সম্পদ এবং বাংলাদেশের সুশাসন এবং আর্থিক বিভাগগুলিকে প্রাধান্য দিয়ে এডিবি এ সহায়তা প্রদান করেছে।

ইঙ্গ্রিড ভ্যান ওয়েস ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমসের দ্য ব্যাঙ্কারের ২০০০ সালের জন্য মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে সেরা অর্থমন্ত্রী (গ্লোবাল এবং এশিয়া প্যাসিফিক) হওয়ার জন্য অভিনন্দন জানান। তিনি গত এক দশকের বাংলাদেশে আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন। এডিবি স্থানীয় মুদ্রায় বন্ড জারি এবং ব্যাংকিং খাতের এনপিএল কমাতে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী বলে মাননীয় অর্থমন্ত্রীর কাছে আশা ব্যক্ত করেন। বাংলাদেশের এডিবি কান্ট্রি ডিরেক্টর বলেন, অর্থ মন্ত্রনালয় কর্তৃক গৃহীত এনপিএল হ্রাস ও আর্থিক খাতকে স্বাস্থ্যকর করার নীতিমালাটির সাথে এডিবি সহায়ক ভূমিকা পালন করতে চায় হবে।

মাননীয় অর্থমন্ত্রী বলেন, সরকার ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সূক্ষ্ম ও শক্তিশালী হওয়ার জন্য সামষ্টিক অর্থনৈতিক মূলনীতি বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছে, যা অদূর ভবিষ্যতে একটি স্থিতিশীল আর্থিক ও মূলধনী বাজারের জন্যও সহায়ক হবে। তিনি শুধু লোন সহায়তা নয়, নতুনভাবে চিহ্নিত অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন খাতে বাংলাদেশের উন্নয়নের অংশীদার হওয়ার জন্য এডিবির ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টরের প্রতি আহ্বান জানান।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily