উঃ কোরিয়া শাসক জং উন গুরুতর অসুস্থ্য

উঃ কোরিয়া শাসক জং উন গুরুতর অসুস্থ্য
উঃ কোরিয়া শাসক জং উন গুরুতর অসুস্থ্য

আন্তর্জাতিকঃ
উত্তর কোরিয়ার শাসক কিম জং উন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর বেরিয়েছে। একটি অস্ত্রোপচারের পর তার অবস্থার অবনতি হয় বলে সংবাদে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

তাদের প্রতিবেদনে বলা হয়, গত ১৫ এপ্রিল ছিল তার পিতামহ দেশটির সাবেক নেতা কিম ইল সুংয়ের জন্মদিন ও জাতীয় ছুটি। উন এদিনের কর্মসূচিতে অনুপস্থিত থাকায় তার শারীরিক সুস্থতা নিয়ে সন্দেহ দানা বাঁধে।

সর্বশেষ ১১ এপ্রিল তাকে জনসমক্ষে দেখা যায় বলে সূত্রের বরাতে জানিয়েছে জাপান টাইমস।

পত্রিকাটিকে ওই সূত্র জানায়, গত আগস্ট থেকেই কিম জং উন হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। দেশটির পবিত্র পর্বতমালা পাইকতু ভ্রমণের পর সম্প্রতি উনের হৃদযন্ত্রে পুনরায় সমস্যা দেখা দেয়।

দক্ষিণ কোরিয়াভিত্তিক ওয়েবসাইট ডেইলি এন জানিয়েছে, ধূমপান, স্থুলতা ও অতিরিক্ত পরিশ্রমের কারণে কয়েক মাস ধরে কিমের স্বাস্থ্যের অবনতি ঘটেছে। সম্প্রতি উত্তর কোরিয়ার এ নেতা কার্ডিওভাসকুলার সার্জারি করান। এরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম CNN সম্প্রতি মার্কিন গোয়েন্দা দফতরের সঙ্গে যোগাযোগ করেছে৷ সূত্রের খবর, কিমের শারীরিক অবস্থা খারাপ৷ তবে উত্তর কোরিয়ার অন্দরের খবর পাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত চাপের৷ তাই এখন ঠিক কেমন আছেন কিম, তা জানা যাচ্ছে না৷

কারণ সরকারি সংবাদমাধ্যম ছাড়া কোনও রকম তথ্য উত্তর কোরিয়ার বাইরে বেরতে দেওয়া হয় না৷ কিমকে শেষবার প্রকাশ্যে দেখা গিয়েছিল গত ১১ এপ্রিল৷

নর্থ কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাং হলেন কিম জং উনের দাদা ৷ তাঁর জন্মদিন ১৫ এপ্রিল৷ উত্তর কোরিয়ার কাছে ওই দিনটি বিশেষ ছুটির দিন৷ গোটা দেশেই উত্‍সব পালিত হয়৷ কিমকে সেখানেও দেখা যায়নি৷

প্রসঙ্গত, ২০০৮ সালে উত্তর কোরিয়ার ৬০তম জন্মদিনে একই ভাবে কিম জং ইল( কিম জং উনের বাবা) অনুপস্থিত ছিলেন৷ জানা গিয়েছিল তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক৷ পরে জানা যায়, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে৷ এরপর ২০১১ সাল পর্যন্ত তিনি প্রায় শয্যাশায়ী ছিলেন৷

-বিকে

FacebookTwitter