অনলাইনঃ
সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জ্ঞাপন করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যে সকল ঘরমুখো মানুষ ভোগান্তিতে পড়েছেন তাদের জন্য দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি ঈদের শক্তিকে জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় হিসেবে গ্রহণ করারও আহ্বান জানিয়েছেন।

আজ ১ আগস্ট, শনিবার সকালে সংসদ ভবন এলাকাস্থ নিজ সরকারি বাসভবনে ব্রিফিংকালে এমন আহ্বান জানান কাদের।

এসময় তিনি প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন দেশের মানুষের মুখে হাসি ফোটাতে।’

সকলকে নিয়ে বঙ্গবন্ধু কন্যা যেন সুস্থতার সাথে দেশকে সমৃদ্ধির সোনালী দিগন্তে এগিয়ে নিয়ে যেতে পারেন এজন্য সকলকে পাশে থাকার আহ্বান দেশবাসীর কাছে দোয়াও কামনা করেন তিনি।

এসময় করোনায় সম্মুখসারির লড়াইয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ওবায়দুল কাদের। একইসাথে অন্যদিকে যারা এখনো দিনরাত সেবাকে ব্রত করে পরিবার থেকে দুরে আছেন তাদের প্রতিও জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তিনি।

সেইসাথে যারা ঈদ উদযাপনে গ্রামে বা শহরে আছেন তাদের সকলকে সংক্রমণ রোধে সর্বোচ্চ সচেতনতা প্রদর্শনেরও আহ্বান জানান ওবায়দুল কাদের।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily