ডেস্ক রিপোর্টঃ
করোনার মধ্যে এবার রোজার ঈদের সময় আন্তঃজেলা যাত্রী পরিবহন বন্ধ থাকবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ৪ মে, সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত এক আদেশে জারি করেছে।
আদেশে বলা হয়, ঈদুল ফিতরের সরকারি ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। ওই সময়ে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে।
সংক্রমণের হার বাড়তে থাকায় সাধারণ ছুটির মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, সাধারণ ছুটির সময় এক জেলা থেকে আরেক জেলা এবং এক উপজেলা থেকে আরেক উপজেলায় জন সাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এই নিয়ন্ত্রণ সতর্কভাবে বাস্তবায়ন করবে।
জরুরি প্রয়োজন ছাড়া রাত ৮টার পর বাড়ির বাইরে বের হওয়া যাবে না বলেও সতর্ক করা হয়েছে আদেশে।
-ডিকে