আইন আদালতঃ
ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং এর সিওও সিরাজুল ইসলাম রানা প্রতারণা ও অর্থ-আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার।
এছাড়াও রানার সহযোগি আরও ৩ জন গ্রেপ্তার।
ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তারে কিছুদিন পরেই রানা গ্রেপ্তার হলেন।
রানাসহ তার সহযোগি ৩ জনকে গাজীপুরের টংগী পশ্চিম থানায় গ্রাহকের দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার করে র্যাব।
চমকপ্রদ বিজ্ঞাপন ও আকর্ষণীয় ছাড়ে পণ্য বিক্রির ফাঁদ তৈরি করে গ্রাহকদের কাছ থেকে প্রায় ৫৮৯ কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) জসিমউদ্দিন চিশতি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন।
এছাড়া পরিচালনা পর্ষদের বেশির ভাগ সদস্য পালিয়ে বিদেশে চলে গেছেন বলে জানিয়েছে অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি)। রাজধানীর মহাখালীতে অবস্থিত প্রতিষ্ঠানটির অফিস বর্তমানে বন্ধ রয়েছে।
বন্ধ রয়েছে কাস্টমার কেয়ার সেন্টারের ফোন নম্বরও। এ অবস্থায় দুশ্চিন্তায় পড়েছেন ধামাকায় অর্ডার পেমেন্ট করা হাজারো গ্রাহক।
-ডিকে