স্পোর্টসঃ
ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগে ”ওয়াই আর সি ব্যাডমিন্টন ফেস্ট’’ এর সমাপনী হলো শনিবার।

৩রা জানুয়ারী থেকে শুরু হওয়া এই মেগা টুর্নামেন্ট সারাদেশ থেকে ২২০ জন প্রতিযোগী অংশ নেয়। শনিবার রাতে ঢাকার তেজগাঁও-এর বি জি প্রেস মাঠে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টের ফাইনাল খেলা।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সি আই মোটরসের নির্বাহী পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস ও ইয়ামাহা বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন রাজশাহীর জনি এবং বাবু, রানার্সআপ ময়মনসিংহের হৃদয় এবং নাহিদ। মেয়েদের গ্রুপে সেরা সিএমবিডির মিসফেকা এবং নিমা। রানার্সআপ এশা এবং শারমিন।

যৌথ গ্রুপে চ্যাম্পিয়ন মিসফেকা এবং সেজান, রানার্সআপ নিমা এবং আরিফ।

খেলায় বিজয়ী ও রানার্স আপ দল প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহন করেন।

ইয়ামাহা রাইডার্স ক্লাব ইয়ামাহা মোটরসাইকেল ব্যবহারকারীদের নিয়ে গঠিত বাংলাদেশের সবচেয়ে বড় বাইকিং কমিউনিটি যারা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন এক্টিভিটীর সাথে সাথে সমাজসেবামূলক ও বিনোদনধর্মী কার্যক্রমে অংশগ্রহণ করে।

দেশব্যাপী যাদের রয়েছে ৩০ হাজারের ও অধিক সদস্য ।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily