অর্থনীতিঃ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর মতিঝিল শাখা ঢাকার আর.কে. মিশন রোডে অবস্থিত লিলি পন্ড সেন্টারে স্থানান্তর করা হয়েছে।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান ৮ ডিসেম্বর ২০২১ প্রধান অতিথি হিসেবে নতুন স্থানে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

রিহ্যাবের সাবেক সভাপতি মোঃ তানভীরুল হক প্রবাল, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী, সফটেক্স লিমিটেডের চেয়ারম্যান শরফুজ্জামান টপি এবং ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এএম শহীদুল এমরান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মতিঝিল শাখাপ্রধান হাবিবুল্লাহ আল আমিন। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily