ইসলামী ব্যাংকের অডিট অ্যান্ড ইফেক্টিভ ইন্টারনাল কন্ট্রোল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অর্থনীতিঃ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে “অডিট অ্যান্ড ইফেক্টিভ ইন্টারনাল কন্ট্রোল” শীর্ষক কর্মশালা ২৩ সেপ্টেম্বর ২০১৯, সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম হাবিবুল্লাহ্, এফসিএস, তাহের আহমদ চৌধুরী ও মোঃ সালেহ্ ইকবাল, বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার ও ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট প্রধান মোঃ সদরুল হুদা, এফসিএ এবং ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমির ডাইরেক্টর জেনারেল মাহমুদ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাহের আহমেদ। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুল হুদা, মোঃ মাহবুব আলম ও রফিক উল আলমসহ অন্যান্য নির্বাহীগণ দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন।

ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স উইং-এর কর্মকর্তাগণ কর্মশালায় অংশ নেন।

প্রধান অতিথির ভাষণে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ব্যাংকিং নিয়মনীতির যথাযথ পরিপালনের মাধ্যমে ইসলামী ব্যাংক গ্রাহকদের আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সেবা প্রদান করছে। তিনি বলেন, এ ব্যাংক টানা আট বছর বিশ্বসেরা এক হাজার ব্যাংকের তালিকায় দেশের একমাত্র ব্যাংক হিসেবে অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। তিনি ইসলামী ব্যাংকের সার্বিক অগ্রযাত্রায় প্রযুক্তি জ্ঞানে নিজেদের আরো বেশি সমৃদ্ধ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন ।

-শিশির

FacebookTwitter