অনলাইনঃ

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার রাতে রাজধানীর শ্যামলীতে সেন্ট্রাল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইসলা‌মিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নেস মিছবাহুর রহমান চৌধুরী সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

রাজধানীর মোহাম্মদপুরের বাসায় অসুস্থ হলে তাকে রাত ১০টার দিকে সেন্ট্রাল হাসপাতালে ভ‌র্তি করা হয়। এরপর ১০টা ২০ মি‌নিটে তি‌নি মৃত্যুবরণ করেন।

মৃত‌্যুকালে তার বয়স হয়ে‌ছিল ৬৫ বছর। তি‌নি দীর্ঘ‌দিন ক‌্যানসারে ভুগ‌ছিলেন। স্ত্রী ও এক মেয়েসহ অসংখ‌্য গুণগ্রা‌হী রেখে গেছেন।

২০০৯ সাল থেকে ২০১৯ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের (ইফাবা) মহাপরিচালক ছিলেন সামীম মোহাম্মদ আফজাল।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily