ইরাকে বসবাসরত মার্কিনীদের দেশ ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিকঃ মার্কিন হামলায় নিহত হয়েছেন ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি।

ইতোমধ্যেই সোলেইমানিকে হত্যায় কঠোর প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এরই মাঝে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস।

৩ জানুয়ারি, শুক্রবার ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করে।

ওই বিবৃতিতে বলা হয়, ‘যখনই সম্ভব জরুরি ভিত্তিতে আকাশপথে মার্কিন নাগরিকদের ইরাক ত্যাগের পরামর্শ দেয়া হলো। তা সম্ভব না হলে, তারা যেন স্থলপথেই ইরাক ত্যাগ করে।’

সোলেইমানিকে হত্যার পর কঠোর হুঁশিয়ার উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি এক শোকবার্তায় বলেন, ‘যেসব অপরাধী তাদের নোংরা হাত দিয়ে জেনারেল সোলেইমানির রক্ত ঝরিয়েছে, তাদের জন্য কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে।’

অপরদিকে, এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর পেন্টাগন জানিয়েছে, জেনারেল কাসেম সোলেইমানি ইরাকে মার্কিন কূটনীতিক এবং কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন। জেনারেল সোলেইমানি ও তার কুদস বাহিনী শত শত মার্কিনি এবং জোটের সদস্যের হতাহতের পেছনে দায়ী।

-কেএম

FacebookTwitter