অনলাইনঃ

চাঁদপুর-কুমিল্লা সড়কের চাঁনখাঁর ব্রিজ এলাকায় পদ্মা এক্সপ্রেস’র যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ইমরান নামে এক যাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছে শিশুসহ অন্তত আরও ৪ যাত্রী।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে। এসময় উত্তেজিত জনতা চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

নিহত ইমরান ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের সহকারি একাউন্টস অফিসার। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যাওয়ার জন্য লঞ্চঘাটের উদ্দেশে যাত্রা করলে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

এ ঘটনায় চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান গুরুতর আহত শিশু ফাতেমাকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা পাঠানোর উদ্দেশে তাৎক্ষণিক ২০ হাজার টাকা দিয়েছেন।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily