শিক্ষাঃ
পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।
গতকাল ৯ নভেম্বর, শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া শহর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় রাকিবকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ইবি থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া শহর থেকে রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে।
-কেএম