আইন আদালতঃ
ক্যাসিনো ব্যবসার আলোচিত নাম এনামুল হক ইনু ও রুপন ভূঁইয়া। এই দুই ভাইয়ের পুরান ঢাকার আরেকটি বাড়িতে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব- ৩’র সদস্যরা। এ সময় পাঁচটি সিন্দুক ভর্তি টাকা, স্বর্ণালংকার, পাঁচ কোটি টাকার এফডিআর ও ক্যাসিনো খেলার সরঞ্জাম জব্দ করেছে র‌্যাব।

২৪ ফেব্রুয়ারি, সোমবার মধ্যরাতে রাজধানীর পুরান ঢাকার ১১৯ নম্বর লালমোহন সাহা স্ট্রিটের জাহানারা ভূঁইয়া নামের ছয়তলা বাড়িটিতে অভিযান চালায় র‌্যাব। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

ভবনটির নিচতলার তালাভেঙে ভেতরে ঢোকে র‌্যাব সদস্যরা। এ সময় দুটি রুমের পাঁচটি সিন্দুক থেকে বিপুল টাকা, পাঁচ কোটি টাকার এফডিআর, বেশ কিছু ডলার, স্বর্ণালংকার ও ক্যাসিনো সরঞ্জাম জব্দ করা হয়।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এই বিপুল অঙ্কের টাকা গণনা শেষে সাংবাদিকদের ব্রিফ করা হবে বলেও র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়।

এর আগে গত ১৩ জানুয়ারি রাজধানীর গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক এনু, তার ভাই একই কমিটির সহ-সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় নগদ ৪০ লাখ টাকা, ১২টি মোবাইল ফোন, বাড়ির দলিলপত্র এবং ব্যাংকের কাগজপত্র উদ্ধার করা হয়।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily