আন্তর্জাতিকঃ
ইতালি প্রবাসী এক বাংলাদেশি তার ৫ বছর বয়সী মেয়েকে কুপিয়ে হত্যা করেছে। সেই সাথে ৮ বছর বয়সী ছেলেকেও হত্যার চেষ্টা করেছে বিল্লাল মিয়া (৩৯) নামের ওই বাংলাদেশি।

পরে তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

গত ২১ এপ্রিল, মঙ্গলবার দেশটির আরেচ্ছো শহরের লিভানে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘাতক পিতা বিল্লাল মিয়ার গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার কাগাত্তা বিষ্ণুপুর গ্রামে।

জানা যায়, ঘটনার সময় বাসায় ছিলেন না বিল্লাল মিয়ার স্ত্রী। তিনি যখন কেনাকাটার জন্য দোকানে যান, এই সুযোগে বিল্লাল মিয়া তার ৫ বছরের মেয়েকে কুপিয়ে হত্যা করে বাসার নিচে ফেলে দেন। পাশের বাসার এক স্থানীয় ব্যক্তি তা দেখতে পেয়ে পুলিশে জানান।

তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে এবং বিল্লালকে গ্রেপ্তার করে। সেই সাথে আহত ৮ বছর বয়সী পুত্র ও তার মাকেও নিরাপত্তা হেফাজতে নিয়েছে পুলিশ।

তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানতে পারেনি পুলিশ। তারা ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।

করোনাভাইরাসে যখন ইউরোপের এই দেশটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তখন এ নৃশংস ঘটনা দেশটিতে আলোড়ন তুলেছে।

-এএন

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily