আন্তর্জাতিকঃ
ছোঁয়াচে করোনাভাইরাসে ইতালিতে ২৪ ঘণ্টায় ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ যাবৎ দেশটিতে মৃতের সংখ্যা ৪ হাজার ৩২ জনে দাঁড়ালো। শুক্রবারের এক তথ্য বিবরনীতে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার করোনায় মৃতের সংখ্যা চীনকে ছাড়িয়ে যায়। এর আগে ইতালিতে করোনায় একদিনে সর্বোচ্চ ৪৭৫ জনের মৃত্যু হয়। এবার সে সংখ্যাও ছাড়িয়ে গেল।
ইতালিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ১৪ শতাংশ বেড়েছে। বর্তমানে আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ছাড়িয়েছে।
ইতালীর লম্বারডি অঞ্চলে করোনার প্রকোপ সবচেয়ে ভয়াবহ। অঞ্চলটিতে আক্রান্ত ২২ হাজারের মধ্যে ২৫৪৯ জনের মৃত্যু হয়েছে।
তবে আক্রান্ত ৫ হাজারের মধ্যে ১২৯ জন সুস্থ হয়েছেন।
-কেএম