অনলাইনঃ
ইতালিতে করোনায় এক্রান্ত হয়ে এক বাংলাদেশি গোলাম মাওলা (৫৫) মারা গেছেন। ইতালির উত্তরাঞ্চলের লম্বারদিয়ায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার স্থানীয় সময় আনুমানিক রাত ৮টায় তিনি মারা যান।

তিনি ইতালির মিলান শহরে বসবাস করতেন। তার দেশের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায়।

ওই বাংলাদেশি বেশকিছু দিন যাবৎ সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে করোনা শনাক্ত হয়। এরপর থেকে মিলানোর নিগোয়ারদা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গোলাম মওলা স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বর্তমানে তার পুরো পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

-বিএন

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily