কূটনৈতিক সংবাদঃ
ইউরোপের দেশ ইতালি বাংলাদেশিদের জন্য ভ্রমণসংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করেছে। আগামীকাল মঙ্গলবার (৩১ আগস্ট) গভীর রাত থেকে তা কার্যকর হবে বলে রোমের বাংলাদেশ দূতাবাস এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।
ওই পোস্টে বলা হয়েছে, ‘ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরান্সে ২৮ আগস্ট, ২০২১ ইতালিতে প্রবেশ সংক্রান্ত একটি অধ্যাদেশে স্বাক্ষর করেন, যা ইতালির সময় ৩১ আগস্ট ২০২১ (মঙ্গলবার দিনগত রাত ১২টা থেকে) কার্যকর হবে।’
ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় দীর্ঘ চার মাস পর বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইতালিতে প্রবেশের অনুমতি দেয়।
তবে ইতালিগামী যাত্রীদের অবশ্যই কিছু শর্ত মানতে হবে। ভ্রমণের আগে তাদের অবশ্যই ডিজিটাল প্যাসেঞ্জার লোকেটার ফরম পূরণ করতে হবে।
বিমান, জাহাজ, ট্রেন, বাস বা অন্য কোনো পরিবহনের যাত্রীদের সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বিবেচনায় নিয়ে তাদের কনটাক্ট ট্রেসিংয়ের জন্য বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ প্যাসেঞ্জার লোকেটার ফরম (পিএলএফ) পূরণের নির্দেশ দিয়ে থাকে।
ইতালিতে প্রবেশের ৭২ ঘণ্টা আগে যাত্রীকে অবশ্যই করোনার পিসিআর টেস্টের নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। ইতালি বিমানবন্দরে পৌঁছানোর পর আবার করোনা পরীক্ষা করাতে হবে।
কাবুলে ড্রোন হামলা, একই পরিবারের ৬ শিশুসহ নিহত ৯
যাত্রীকে ডিজিটাল প্যাসেঞ্জার লোকেটার ফরমের উল্লিখিত ঠিকানায় ১০ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। ১০ দিন কোয়ারেন্টিনে থাকার পর আবার করোনা পরীক্ষা করাতে হবে। এইসব শর্ত মানলে তবেই ইতালিতে প্রবেশ করা যাবে।
-ডিকে