অনলাইনঃ
ঢাকার এলিফ্যান্ট রোডের নিজের বাসা থেকে ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনের (৬০) মৃতদেহ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল রোববার রাতে ঢাকা কলেজের সামনের নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের ‘সুকন্যা টাওয়ার’-এর ১৬ তলার বাসায় গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। সন্ধ্যার মধ্যে কোনো একসময় মাহফুজাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার গণমাধ্যমকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, মাহফুজাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই বাসার দুই গৃহকর্মী পলাতক। কিছু মালপত্রও নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।’

মাহফুজা চৌধুরী পারভীন সত্তরের দশকের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামার স্ত্রী।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো পাঠানো হয়েছে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily