তথ্য প্রযুক্তি ডেস্কঃ
একটি সমন্বিত টেলিকমিউনিকেশনস অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ, আনন্দের সাথে জানাচ্ছে যে, সম্প্রতি প্রতিষ্ঠানটি ফ্রস্ট এন্ড সালিভান কর্তৃক ২০১৮ সালের জন্য ‘এশিয়া প্যাসেফিক টেলিকমস টাওয়ার কোম্পানি অব দি ইয়ার’ পুরষ্কৃত হয়েছে।
এশিয়া প্রশান্ত অঞ্চলে এই ক্যাটাগরিতে এটি দ্বিতীয়বারের মতো স্বীকৃতি এবং এর আগে ২০১৬ সালে সাউথ এশিয়া টেলিকমস টাওয়ার কোম্পানি অব দি ইয়ার স্বীকৃতি অর্জন করে ইডটকো।
পুরষ্কার প্রদান অনুষ্ঠানে ইডটকো গ্রুপের সিইও সুরেশ সিধু বলেন, “তৃতীয়বারের মতো ফ্রস্ট এন্ড সালিভান থেকে স্বীকৃতি পেয়ে আমরা সম্মানিত। দক্ষভাবে নির্মিত ও পরিচালিত আমাদের শেয়ারযোগ্য অবকাঠামো সঠিকভাবে কার্যক্রম নিশ্চিত করছে, এটি তারই একটি প্রমাণ। এই পুরষ্কার আমাদের অঙ্গীকারের স্বীকৃতি, যা বিভিন্ন দেশে আমাদের অব্যাহত প্রচেষ্টা এবং জাতি গঠনে উদ্যোগসমূহকে স্বীকৃতি দিয়ে টেলিকমিউনিকেশন ইকো সিস্টেম নিয়ে কাজ করে”।
সম্প্রতি সিঙ্গাপুরের শাংরি-লা হোটেলে ফ্রস্ট এন্ড সালিভান এশিয়া প্যাসেফিক বেস্ট প্রাক্টিস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই পুরষ্কার প্রদান করা হয়। এটি বেস্ট-ইন-ক্লাস কোম্পানিগুলোর স্বীকৃতি যেটি ব্যবসা খাতে ও ২০১৭ সালে ইন্ডাস্ট্রি উন্নয়ন প্রচেষ্টায় শ্রেষ্ঠ হয়েছে।
ফ্রস্ট এন্ড সালিভান-এ আইসিটি-এর ভাইস প্রেসিডেন্ট অজয় সুন্দর বলেন, “ইডটকো কেবল তাদের সেবা প্রদানেই শ্রেষ্ঠত্ব অর্জন করেনি বরং সহনশীলতা ও উদ্ভাবনেও এগিয়ে রয়েছে। মাত্র এক বছর আগে তারা বাঁশের টাওয়ার প্রথম বাণিজ্যিকীকরণ করে, যেটি ২০১৭ সালে ছিলো অগ্রগামী এবং আটটিরও বেশি স্থাপতি হয়েছিল। এই পুরষ্কার ২০১৭ সাল জুড়ে তাদের নিরলস পরিশ্রম এবং কো¤পানির অসাধারণ পারফরমেন্সের স্বীকৃতি। এটি পুরো বছর জুড়ে তাদের বড় অর্জনগুলোকে প্রতিফলন করে এবং আমরা আশা করি তাদের সেবা প্রদানে এটি আরও প্রেরণা দেবে”।
সুরেশ আরও বলেন, “২০১৭ সালে ইডটকো ১৮% টেন্যানন্সি অর্জন করে এবং সবসময় আমাদের উচ্চ টেন্যানন্সি অনুপাত ১.৫৭* লক্ষ্যভেদ করে। পাকিস্তানে তানজানিত টাওয়ার অর্জন ছিল আমাদের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি এই পুরষ্কার ইডটকো এর নিবেদিত টিমকে উৎসর্গ করতে চাই। এটি তাদের বিশ্বমানের সেবা প্রদানের প্রতিশ্রুতির ফল, যেটি এই অঞ্চলে আমাদের অবস্থানকে আরও দৃঢ় করেছে, সফলভাবে উদ্ভাবনী সেবায় অগ্রগামী এবং বিশ্বব্যাপি অন্যান্য টাওয়ার কোম্পানির জন্য একটি বেঞ্চমার্ক স্থাপন করতে সক্ষম হয়েছে। যেভাবে আমরা কর্মদক্ষতার সাথে কাজ করছি, শেয়ারিং প্রযুক্তির জন্য পরবর্তী প্রজন্মকে প্রস্তুত করছি এবং আমাদের সম্মানিত গ্রাহকদের নিয়ে আসতে আরও ডিজিটাল পদ্ধতিতে ব্যবসা কার্যক্রম পরিচালনা করছি তাতে সামনের কয়েক মাস নিয়ে আমি খুবই আশাবাদী”।
ফ্রস্ট এন্ড সালিভান-এর বিশ্লেষক দল শ্রেষ্ঠত্ব মূল্যায়নে পুঙ্খানুপুঙ্খ পদ্ধতি অবলম্বন করে এবং এই অ্যাওয়ার্ড ক্যাটাগরি খুবই সতর্কতার সাথে বিবেচনা করা হয় এবং নতুন উদীয়মান ট্রেন্ডসহ চলমান বাজার অবস্থাও মূল্যায়ন করা হয়। সংক্ষিপ্ত তালিকায় আসা কোম্পানিগুলো বিভিন্ন ধরনের পারফরমেন্স ইন্ডিকেটরের ভিত্তিতে মূল্যায়িত হয়, যেখানে রয়েছে রাজস্ব প্রবৃদ্ধি, মার্কেট শেয়ার এবং মার্কেট শেয়ার প্রবৃদ্ধি; পণ্য উদ্ভাবনে নেতৃত্ব, বাজারজাতকরণ কৌশল এবং ব্যবসা উন্নয়ন কৌশল।
ইডটকো গ্রুপ স¤পর্কে
২০১২ সালে প্রতিষ্ঠিত ইডটকো হলো এশিয়ার প্রথম আঞ্চলিক এবং সমন্বিত টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান, যা টাওয়ার সেবা খাতে টাওয়ার লিজিং, কো-লোকেশন্স, বিল্ড-টু-স্যুট, এনার্জি, ট্রান্সমিশন এবং অপারেশন্স ও মেইন্ট্যানেন্স বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করে থাকে।
ইডটকো বাংলাদেশ, মালয়েশিয়া, মিয়ানমার, কম্বোডিয়া, শ্রীলংকা এবং পাকিস্তানে ২৭,০০০ এরও বেশি টাওয়ার পরিচালনা করে; যার মধ্যে ইডটকো সরাসরি ১৬,৩৯১টি এবং অন্যান্য সেবাদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে বাকি ১০,৮২১টি টাওয়ার পরিচালনা করে। টেলিযোগাযোগ অবকাঠামো সেবা খাতে ইডটকো অনন্য সাফল্য অর্জন করেছে। এর অত্যাধুনিক ও সময়োপযোগী পর্যবেক্ষণ সেবা ‘ইকো’ এরই মধ্যে টেলিযোগাযোগ অবকাঠামোর জন্য ব্যাটারি, শক্তি এবং জ্বালানি সাশ্রয়ে কার্যকারিতা বৃদ্ধি করার ক্ষেত্রে সাফল্যের মুখ দেখেছে।
ইডটকো গ্রুপ সম্প্রতি দক্ষিণ এশিয়ায় ব্যবসায়িক অগ্রগতিতে সর্বোচ্চ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ফ্রস্ট অ্যান্ড সুলিভান ২০১৭ এশিয়া প্যাসিফিক টেলিকমস টাওয়ার কোম্পানি’ বার্ষিক অ্যাওয়ার্ড অর্জন করেছে।
-এসএম