অনলাইনঃ
সিরাজগঞ্জে সদর উপজেলার তেলকুপিতে ক্ষতিকর ইউরিয়া, সোডা ও কাপড়ের মাড় (অ্যারারুট) দিয়ে চানাচুর তৈরি ও বিক্রির দায়ে আনি ফুডস নামে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে অ্যানি ফুডসের মালিক শহিদুল ইসলামের নামে মামলা দিয়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত।

আদালতের পেশকার মিলন সরকার জানান, সদর উপজেলার তেলকুপি এলাকার আনি ফুডস কারখানায় দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইউরিয়া, সোডা ও অ্যারারুট ব্যবহার করে চানাচুরসহ বিভিন্ন বেকারি পণ্য উৎপাদন করা হচ্ছিল। খবর পেয়ে দুপুরে সেখানে অভিযান গেলে বিষয়টির সত্যতা পাওয়া যায়।

এছাড়া বিএসটিআইয়ের ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, কর্মচারীদের স্বাস্থ্যসনদ, কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরের সনদপত্র, ফায়ার সার্ভিসের ছাড়পত্র ও ট্রেড লাইসেন্সও নেই ওই প্রতিষ্ঠানের।এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দণ্ড প্রদান করা হয়েছে।

এ সময় খাবার সোডা, ইউরিয়া ও কাপড়ের মার জব্দের পর তা ধ্বংস করা হয়।

-বিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily