ব্যবসা-বাণিজ্যঃ
জিএসকে (গ্ল্যাক্সোস্মিথক্লাইন), ইউনিলিভার-এর কাছে গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেড-এর ৮২% শেয়ারহোল্ডিংয়ের পাশাপাশি হরলিকস, বুস্ট এবং গ্ল্যাক্সোজ ডি সহ অন্যান্য নিউট্রিশন ব্র্যান্ডের শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে আজ।
২০১৮ সালের ডিসেম্বর মাসেই এই লেনদেন সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় এবং লেনদেনটি ইউনিলিভারের কাছে জিএসকে’র নিউট্রিশন ব্র্যান্ডগুলোর বিস্তৃত ডাইভেস্টমেন্টের একটি অংশ।
জিএসকে তার সহকারী প্রতিষ্ঠান বারোজ ওয়েলকাম অ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেড (“বিডব্লিউ”)-এর মাধ্যমে বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রাখবে। বিডব্লিউ, সেনসোডাইন ও ডাইজেস্টিভ হেলথ ব্র্যান্ড ইনো বাজারজাত করবে। জিএসকে’র জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বিবেচিত হবে। জিএসকে, সেনসোডাইন ও ইনো ব্র্যান্ডের জন্য বিনিয়োগ অব্যাহত রাখবে এবং বাজারে আরও নতুন নতুন ব্র্যান্ড নিয়ে আসবে।
এছাড়া বিডব্লিউ ইতোমধ্যে আমিরুল ইসলামকে কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগ প্রদানের ঘোষণা দিয়েছে। আমিরুল ঢাকায় অবস্থান করবেন এবং বাংলাদেশে ব্যবসায়ের সামগ্রিক অগ্রগতির ভার তার উপর ন্যস্ত থাকবে।
-শিশির